মালদা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্ম জয়ন্তী উদযাপন

" হিন্দু না ওরা মুসলিম ? ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারী, বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র " এই কথা বলার মানুষটা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার কথাগুলো আমাদের কাছে রয়ে গিয়েছে। তিনি আর কেউ নন আমাদের সকলের খুব প্রিয় মানুষ কবি কাজী নজরুল ইসলাম। শনিবার ২৪ শে মে (১১ জ্যৈষ্ঠ) ১২০ তম জন্ম দিবস উপলক্ষে মালদা শহরের এল.আই.সি মোড়ে কবি নজরুলের মূর্তি স্থাপন করে উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্টানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু, স্থানীয় কাউন্সিলার শুভময় বসু সহ আরও অনেকেই। এই অনুষ্টানটি মালদা শিল্পী সংসদ ও মালদা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্টানের আয়োজন করা হয়। এদিন কবির মূর্তিতে মাল্যদান করে দিনটি উদযাপন করেন উপস্থিত বিশিষ্টরা। পরে কচি কাচাদের নিয়ে সমবেত সঙ্গীত থেকে শুরু করে একের পর এক নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/9HLMlZ7WQfg